ভ্রমণচারীর প্রাক্কাল থেকে আমরা এই নীতিতে অটল ছিলাম যে, আমরা শুধুমাত্র সেসব দর্শনীয় স্থান নিয়ে গল্প বানাব যেসব স্থানে ভ্রমণচারীর লেখকগণ স্বশরীরে গিয়েছেন।
দেখা যায় দেশের অধিকাংশ ট্রাভেল এজেন্সি কিংবা একক পাবলিশার্স যে লেখা প্রকাশ করে থাকে তাদের সিংহভাগই বাস্তব অভিজ্ঞতা ছাড়া শুধুমাত্র অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন তথ্যে নিয়ে ভ্রমণ গাইড কিংবা ভ্রমণ গল্পগুলি তুলে ধরে।
তবে, ভ্রমণচারী কি আলাদা?
নিজেদের নিয়ে দম্ভোক্তি করতে চাইনা। এটা বিচারের দায়িত্ব আপনাদের! শুধু বলতে পারি, আমরা আপনার মতো ভ্রমণচারীর ভ্রমণকে সত্যিকার অর্থে সহায়ক করতে প্রায়োগিক ও যাচাই করা সত্য তুলে ধরি।
এছাড়া যেহেতু আমাদের ব্যবসা (ভ্রমণচারী ট্যুরস সম্পর্কে জানুন) হলো আপনাকে ভ্রমণ, আবাসন ও যোগাযোগ সেবা দেয়া তবে সেক্ষেত্রে আমরা আপনার কাছে দায়বদ্ধও বটে!
ভ্রমণচারী প্রতিনিয়ত-
- বাংলা ব্লগ
- English Blog
- ফেইসবুক কমিউনিটি
- ইউটিউব চ্যানেল এর মাধ্যমে ভ্রমণ উৎসাহীদের সাহা্য্য করে যাচ্ছে।
আমরা যখন দায়বদ্ধ, তাই আমরা নিশ্চিত করতে চাই আমরা যেন সবচেয়ে সেরা তথ্য, উপাত্ত, ভিডিও ও গল্প দিয়ে আপনার ভ্রমণকে সার্থক করতে পারি।